গুজরাতে কংগ্রেসের স্ট্র্যাটেজি বৈঠক, ভাষণ দেবেন প্রিয়াঙ্কা গান্ধী

Spread the love

লোকসভা ভোটে কীভাবে বিজেপিকে মোকাবিলা করা হবে, তা স্থির করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাতেই বৈঠকে বসছে কংগ্রেস। মঙ্গলবার আহমদাবাদে ওই বৈঠকে উপস্থিত থাকছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, ইউপিএ-র চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ কংগ্রেসের প্রায় প্রত্যেক শীর্ষস্থানীয় নেতা। থাকছেন সদ্য রাজনীতিতে পা রাখা প্রিয়ঙ্কা গান্ধীও। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা এদিন প্রথমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে ভাষণ দেবেন। তাঁকে সম্প্রতি উত্তরপ্রদেশে ৪১ টি কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। পাতিদার আন্দোলনের নেতা হার্দিক পটেল এদিন রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেবেন বলে খবর।

উল্লেখ্য, রবিবারই ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার পরে এদিন বৈঠকে বসে দলের নির্বাচনী কৌশলকে চূড়ান্ত রূপ দিতে চলেছে কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি। বৈঠক চলবে দিনভর। কয়েকদিন আগেই কংগ্রেসের এই চিন্তন বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হানা ও তার পরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে বৈঠক পিছিয়ে যায়। ১৯৬১ সালে শেষবার গুজরাতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বসেছিল। তার ৫৮ বছর বাদে ফের ওই বৈঠক বসছে।

এদিন ওয়ার্কিং কমিটির বৈঠক শুরুর আগে এদিন কংগ্রেস নেতারা সবরমতীতে গান্ধী আশ্রমে গিয়ে প্রার্থনা করেন। পরে তাঁরা শহিদ সৈনিকদের স্মারকস্তম্ভে মালা দেন। পরে সর্দার পটেল ন্যাশনাল মেমোরিয়াল হলে ওয়ার্কিং কমিটির বৈঠক বসে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*