তৃণমূলের প্রার্থী তালিকা, দেখুন কারা এলেন আর কারাই বা সরলেন

Spread the love

ছবি- শুভেন্দু দাস

মঙ্গলবার কালীঘাটের বাড়িতে সাংবাদিক বৈঠক করে দলের প্রাথী তালিকা ঘোষণা করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন লোকসভা নির্বাচনে কাদের প্রার্থী করলেন আর কারা সরে গেলেন দেখে নিন বিস্তারিত!

  কেন্দ্র আগে প্রার্থী ছিলেন
(২০১৪ সাল)
এবারে প্রার্থী
হলেন
(২০১৯ সাল)
১. কোচবিহার রেণুকা সিনহা(প্রয়াত)
পার্থপ্রতিম রায় (বর্তমান সাংসদ)
পরেশ চন্দ্র
অধিকারী
২. আলিপুরদুয়ার দশরথ তিরকে দশরথ তিরকে
৩. জলপাগুড়ি বিজয় চন্দ্র বর্মণ বিজয় চন্দ্র বর্মণ
৪. দার্জিলিং ভাইচুং ভুটিয়া অমর সিং রাই
৫. রায়গঞ্জ সত্য রঞ্জন দাশমুন্সী কানাইয়া লাল
আগরওয়াল
৬. বালুরঘাট অর্পিতা ঘোষ অর্পিতা ঘোষ
৭.   মালদা
উত্তর
সৌমিত্র রায় মৌসম নূর
৮. মালদা দক্ষিন মোয়াজ্জেম হোসেন মোয়াজ্জেম হোসেন
৯. জঙ্গিপুর হাজি নুরুল ইসলাম জনাব খালিলুর রহমান
১০. বহরমপুর ইন্দ্রনীল সেন অপূর্ব সরকার
১১. মুর্শিদাবাদ মহম্মদ আলি জনাব আবু তাহের
১২. কৃষ্ণনগর তাপস পাল মহুয়া মৈত্র
১৩. রানাঘাট তাপস মণ্ডল রুপালি বিশ্বাস
১৪. বনগাঁ কপিলকৃষ্ণ ঠাকুর (প্রয়াত)
মমতা বালা ঠাকুর (বর্তমান সাংসদ)
মমতা বালা ঠাকুর
১৫. ব্যারাকপুর দীনেশ ত্রিবেদী দীনেশ ত্রিবেদী
১৬. দমদম সৌগত রায় সৌগত রায়
১৭. বারাসাত ডঃ কাকলি ঘোষ দস্তিদার) ডঃ কাকলি ঘোষ দস্তিদার
১৮. বসিরহাট ইদ্রিজ আলি নুসরত জাহান
১৯. জয়নগর প্রতিমা মণ্ডল প্রতিমা মণ্ডল
২০. মথুরাপুর সি এম জাতুয়া সি এম জাতুয়া
২১. ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি
২২. যাদবপুর সুগত বসু মিমি চক্রবর্তী
২৩. কলকাতা দক্ষিন সুব্রত বক্সী মালা রায়
২৪. কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ
বন্দ্যোপাধ্যায়
২৫. হাওড়া প্রসুন ব্যানার্জি প্রসুন ব্যানার্জি
২৬. উলুবেড়িয়া সুলতান আহমেদ (প্রয়াত)

সাজদা আহমেদ (বর্তমান সাংসদ)
সাজদা আহমেদ
২৭. শ্রীরামপুর কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি
২৮. হুগলী ডঃ রত্না দে (নাগ) ডঃ রত্না দে (নাগ)
২৯. আরামবাগ অপরূপা পোদ্দার অপরূপা পোদ্দার
৩০. তমলুক শুভেন্দু অধিকারী (রাজ্যের মন্ত্রী ২০১৬, সাংসদ ২০১৪)

দিব্যেন্দু অধিকারী (বর্তমান সাংসদ)
দিব্যেন্দু
অধিকারী
৩১. কাঁথি শিশির অধিকারী শিশির
অধিকারী
৩২. ঘাটাল দীপক অধিকারী (দেব) দীপক
অধিকারী (দেব)
৩৩. ঝাড়গ্রাম ডঃ উমা সোরেন বীরবাহা সোরেন
৩৪. মেদিনীপুর সন্ধ্যা রায় মানস ভুঁইঞা
৩৫. পুরুলিয়া ডঃ মৃগাঙ্ক মাহাতো ডঃ মৃগাঙ্ক মাহাতো
৩৬. বাঁকুড়া মুনমুন সেন সুব্রত মুখার্জি
৩৭. বিষ্ণুপুর সৌমিত্র খাঁ
(বর্তমানে বিজেপিতে)
শ্যামল সাঁতরা
৩৮. বর্ধমান পূর্ব সুনীল কুমার মণ্ডল সুনীল কুমার মণ্ডল
৩৯. আসাসোল দোলা সেন মুনমুন সেন
৪০. বর্ধমান-দুর্গাপুর মমতাজ সঙ্ঘমিত্রা মমতাজ সঙ্ঘমিত্রা
৪১. বোলপুর অনুপম হাজরা (বর্তমানে বিজেপিতে) অসিত মাল
৪২ বীরভূম শতাব্দী রায় শতাব্দী রায়

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*