ছবি সৌজন্যে- (এএনআই)
পশ্চিমবঙ্গে প্রতিটি বুথে চাই কেন্দ্রীয় বাহিনী। স্থানীয় প্রশাসনিক কর্তারা নয়, বাহিনী মোতায়ন নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা। এমনই দাবি নিয়ে বুধবার কমিশনের ফুল বেঞ্চের দ্বারস্থ হলেন বিজেপি নেতারা। বুধবার বিজেপির প্রতিনিধিদলে ছিলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ, কৈলাস বিজয়বর্গীয় ও ভূপেন যাদব। ছিলেন এরাজ্যের বিজেপি নেতা মুকুল রায়ও।
এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দাবি পেশ করে বেরিয়ে রবিশঙ্কর প্রসাদ বলেন, পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচনের ইতিহাস নেই। গত পঞ্চায়েত নির্বাচনে ১০০ জনের বেশি মানুষ হিংসার বলি হয়েছেন। বিরোধী দলগুলির জয়ী প্রার্থীরা পশ্চিমবঙ্গে ঢুকতে পারছেন না। পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি সভাপতি অমিত শাহের কপ্টার অবতরণের অনুমতি পাচ্ছে না। পাশাপাশি রবিশঙ্কর আরও বলেন, আমরা কমিশনের কাছে গোটা পশ্চিমবঙ্গকে স্পর্শকাতর ঘোষণার দাবি জানিয়েছি। সঙ্গে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছি।
Be the first to comment