লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে দলীয় প্রার্থীদের নিয়ে আজ বৈঠক মমতার

Spread the love

আর মাত্র কয়েক ঘন্টা তারপরই দলীয় প্রার্থীদের নিয়ে লোকসভা নির্বাচনের রণকৌশল সাজাতে বৈঠকে বসবেন তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ লোকসভা নির্বাচনে এক কঠিন ও ব্যাপক লড়াই দিতে অনেকটাই এগিয়ে তৃণমূল কংগ্রেস। ৪২শে ৪২শের ডাক দিয়ে বারংবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

ব্রিগেড সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ২০১৯ বিজেপি ফিনিশ। তাছাড়াও মূল্যবৃদ্ধি, সাম্প্রদায়িক অসন্তোষ, পুলওয়ামা বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বারবার পথে নেমেছেন তিনি৷ এবং তখন থেকেই ২০১৯এর নির্বাচনে এক কঠিন লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
গতকাল প্রার্থী তালিকা প্রকাশ করে সেই বার্তাকেই আরো স্পষ্ট করে বুঝিয়ে দিলেন তিনি।

সব মিলিয়ে ২০১৯ লোকসভা নির্বাচনে এক ব্যাপক লড়াই দিতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস। আজ দুপুর ৩টেয় কালিঘাটে দলীয় প্রার্থীদের নিয়ে রণকৌশল সাজানোর বৈঠক। আর তারপরেই লোকসভার লড়াইয়ের চূড়ান্ত প্রস্তুতিতে নামবেন বাংলার ৪২…..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*