বুধবার বিকেল ৪টে থেকে ভারতে নিষিদ্ধ হতে চলেছে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান। বুধবার একথা জানিয়ে দিলেন সিভিল এভিয়েশনের ডিরেক্টরেট জেনারেল। ইথিওপিয়ান এয়ারলাইন্স ৭৩৭ ম্যাক্স ৮ বিমান দুর্ঘটনার ৭ দিন পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হলো। জানা গিয়েছে, এই মুহূর্তে ভারতে স্পাইস জেটের ১২টি ও জেট এয়ারওয়েজের ৫টি এয়ারবাস রয়েছে। যেগুলো ইতিমধ্যেই বসিয়ে দেওয়া হয়েছে।
বুধবার এমন সিদ্ধান্ত ঘোষণার পর স্পাইসজেটের পক্ষ থেকে জানানো হয়, যাত্রী ও কর্মীদের সুরক্ষাই আমাদের কাছে শেষ কথা। তাই এই সিদ্ধান্ত আমরা মেনে নিচ্ছি। তবে এর ফলে বাড়তে পারে বিমানের টিকিটের দাম। এদিকে বুধবার বিকেল ৪টেয় সব বিমান সংস্থার সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন বিমান পরিবহণ সচিব।
উল্লেখ্য, এক সপ্তাহ আগে আদিস আবরার কাছে ইথিওপিয়ান এয়ালাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান ভেঙে ১৫৭ জনের মৃত্যু হয়। এই ভয়াবহ দুর্ঘটনার পরই এমন সিদ্ধান্ত নিলো ভারতীয় অসামরিক বিমান পরিবহণ দফতর।
Be the first to comment