ইন্দোনেশিয়ার বালি দ্বীপের মাউন্ট আগুং আগ্নেয়গিরিটি সপ্তাহে দ্বিতীয়বার অগ্নুৎপাত হওয়ায় ইন্দোনেশিয়া এবং আন্তর্জাতিক বিমান সংস্থাগুলিকে এই সপ্তাহের শেষে কয়েকটি ফ্লাইট বাতিল করতে হয়েছে এবং আকাশে ১৪,০০০ ফুট পর্যন্ত ছাই ও বাষ্পে ছেয়ে যাওয়ায় বিমান চলাচলে অসুবিধা হতে পারে সেই কারণে রবিবারে “রেড অ্যালার্ট” জারি করা হয়েছে।
জেটস্টার, কেএলএএম, কান্তাস এবং ভার্জিন এয়ারলাইন্সের দ্বীপ থেকে প্রায় সব ফ্লাইট বাতিল করা হয়েছে। মাউন্ট আগুং পর্যটকদের মধ্যে জনপ্রিয়। শনিবার বিকাল ৫.৩০ পর অগ্নুৎপাত হতে থাকে। দ্বীপটির প্রধান বিমানবন্দর, Ngurah Rai আন্তর্জাতিক বিমানবন্দরটিতে বাতিল হওয়া বিমানের ২৩৫০ জন যাত্রী শনিবার আটকে পড়ে।
রবিবার, দ্বীপের উত্তর-পূর্বাঞ্চলে আগ্নেয়গিরির কাছে রাস্তাঘাট, গাড়ি ও বাড়ি ভলক্যানোর জন্য ছাইয়ের আচ্ছাদনে ছড়িয়ে পড়ে। ভলক্যানো ও ভূতাত্ত্বিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা প্রয়োজনীয় সতর্কতা এবং নজরদারি নিচ্ছে। বিমানবন্দরটি রবিবার ৪৫টি ফ্লাইট বাতিল করেছে যাদের মধ্যে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ, জেটস্টর এয়ারএশিয়া এবং গুরুয়া ইন্দোনেশিয়ার বিমান সংস্থা গুলি রয়েছে। যার ফলে ৫৫০০ এরও বেশি যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।
Be the first to comment