মাসানুর রহমান,
ফাইল ছবি,
উত্তরবঙ্গে পর্যটনের প্রসারের লক্ষ্যে উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলিতে পরিবেশ বান্ধব কটেজ তৈরী করার উদ্যোগ নিলো রাজ্য সরকার। গাজোলডোবায় ভোরের আলো-তে ১৫টি কটেজ তৈরী হবে, টাইগার হিলে হবে পাঁচটি কটেজ, টংলুতে পাঁচটি কটেজ দুর্গাপুজোর মধ্যেই তৈরী হয়ে যাবে।
দার্জিলিং থেকে ১১ কিলোমিটার দূরে টাইগার হিলে এক ব্রিটীশ কটেজের পাশেই গড়ে উঠবে এই নতুন কটেজগুলি। এই কাঠের কটেজগুলিতে দুজন থাকতে পারবেন। সঙ্গে থাকবে আধুনিক সমস্ত সুবিধা। গাজোলডোবা, টাইগার হিল, টংলুতে এই কটেজগুলি যৌথ উদ্যোগে তৈরী করবে বন দপ্তরের পার্ক এবং উদ্যান শাখা (উত্তর) এবং পর্যটন দপ্তর।
Be the first to comment