ভারগিস কুরিয়েন
জন্মঃ ২৬শে নভেম্বর ১৯২১
ভারতের সাদা বিপ্লবের জনক বলে খ্যাত দুগ্ধ ও দুগ্ধজাত খাদ্য উৎপাদনকারী কোম্পানি আমুলের প্রতিষ্ঠাতা ভারগিস কুরিয়েনকে সারা বিশ্বেই দুগ্ধশিল্পের বিকাশে অন্যতম পথিকৃত বলে মানা হয়। তার হাত ধরেই ভারতে বিশ্বের সবচেয়ে বড় ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্প গড়ে ওঠে। তার ভাবনা এবং পরিশ্রমেই ভারতে দুগ্ধশিল্পে নয়া বিকাশ ঘটে, যা “সাদা বিপ্লব” বলে পরিচিতি লাভ করে। এ ছাড়া কুরিয়েনের চেষ্টা এবং উদ্যোগেই ভারত বর্তমান বিশ্বের সর্বাধিক দুগ্ধ উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। কুরিয়েন বিশ্বাস করতেন, উন্নয়নের সবচেয়ে ভালো উপায় হচ্ছে, উন্নয়নের হাতিয়ারকে মানুষের হাতে তুলে দেয়া। আর এ নীতিতেই তিনি দুধ আমদানিকারক দেশ থেকে ভারতকে পরিণত করেছেন বিশ্বের সর্ববৃহৎ দুগ্ধসামগ্রী রপ্তানিকারক দেশে। উল্লেখ্য, ২০০৭ সালে সিনোভ্যাটের জরিপে ভারতের শীর্ষ ব্র্যান্ড হয় আমুল।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।
Be the first to comment