মুম্বইয়ে ছত্রপতি শিবাজি টার্মিনাস রেল স্টেশনে ভেঙে পড়লো ফুটব্রিজ, মৃত কমপক্ষে ৬

Spread the love

মুম্বইয়ে ছত্রপতি শিবাজি টার্মিনাস রেল স্টেশনে কিছুক্ষণ আগে ভেঙে পড়েছে ফুটব্রিজ। ক্ষয়ক্ষতির খবর তেমন স্পষ্টভাবে এখনই জানা না গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় যে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে এবং ৩৪ জনের উপর জখম হয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের সাথে বিটি লেনের সংযোগকারী ফুট ওভারব্রিজটি ভেঙে পড়ে এই বিপত্তি ঘটে। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, আজ সকালেই ফুট ওভারব্রিজটির মেরামতির কাজ চলছিল। তা সত্ত্বেও যাতায়াত করছিল যাত্রীরা। তার পরই ঘটে যায় চরম দুর্ঘটনা। 

ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধার কাজ। আহত মানুষদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। মুম্বই পুলিশ জানিয়েছে, আহতদের উদ্ধার করে সেন্ট জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে হাসপাতাল কতৃপক্ষ তাঁদের মৃত বলে ঘোষণা করে। পরে মৃত্যু হয় আরও তিনজনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*