ছবি- (এএনআই)
সিপিএম হিংসাই করতে পারে। দুর্বলদের হাতিয়ার হিংসা। অহিংসার পথেই লড়াই করেছে কংগ্রেস। কর্মসংস্থান তৈরি করতে পারে না সিপিএম। ওদের মতাদর্শ বাতিলের খাতায়। বৃহস্পতিবার কেরলের জনসভা থেকে এভাবেই সিপিএমকে একহাত নিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। পাশাপাশি কেরলে বন্যার সময় সিপিএম কোথায় ছিল বলেও এদিন প্রশ্ন তোলেন রাহুল।
উল্লেখ্য, বাংলায় সিপিএমের সঙ্গে সমঝোতা করছে কংগ্রেস। আর তার মধ্যেই এমন বেফাঁস মন্তব্য কপালে চিন্তার ভাঁজ ফেলেছে সিপিএম হাইকম্যান্ডের। বৃহস্পতিবার রাহুলের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খোলেন রায়গঞ্জের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। তিনি বলেন, কংগ্রেস সভাপতির কাছ থেকে এটা আশা করি না।
Be the first to comment