প্রথম দফায় শুক্রবারই রাজ্যে এলো ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, ৯ জেলায় টহল দেবে এই বাহিনী। পাশাপাশি চলবে রুট মার্চও। এই সমস্ত এলাকাগুলোতে এখন থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে টহলদারির কাজ যেমন চলবে, অন্যদিকে বিগত দিনের নির্বাচনে কী কী ঘটনা ঘটেছিল তা সম্পূর্ণ খতিয়ে দেখবে কমিশন। দেখা হবে, যাতে মানুষ শান্তিতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
রাজ্যে প্রথম দফার নির্বাচন ১১ এপ্রিল। তার আগে, ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখনও পর্যন্ত মোতায়েন করার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন।
Be the first to comment