নিউজিল‍্যান্ডে মসজিদ হামলায় নিখোঁজ ৯ জন ভারতীয় বংশোদ্ভূত

Spread the love

নিউজিল‍্যান্ডে পরপর দুই মসজিদে হামলায় গুলিবিদ্ধ ভারতের নাগরিক ৷ আহত যুবকের নাম আহমেদ ইকবাল জাহাঙ্গীর ৷ এছাড়াও কমপক্ষে এই হামলায় এখনও পর্যন্ত অন্ততপক্ষে ৯ জন ভারতীয় বংশোদ্ভূত নিখোঁজ ৷ জানা গিয়েছে, জাহাঙ্গীরের পরিবার হায়দ্রাবাদে থাকে। নিউজিল‍্যান্ড যাওয়ার জন‍্য জরুরি ভিসা পেতে ভারত সরকার ও তেলেঙ্গানা সরকারকে আবেদন জানালো জাহাঙ্গীরের পরিবার। মসজিদ হামলায় জাহাঙ্গীরের দুই বন্ধুও মারা গিয়েছে বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় জাহাঙ্গীর। গত ১২ বছর ধরে নিউজিল‍্যান্ডে জাহাঙ্গীর একটি হায়দ্রাবাদি রেস্তোরাঁ চালান।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পরপর দুটি মসজিদে চললো এলোপাথারি গুলি। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে ৪৯টা প্রাণ। ভয়াবহ হামলার লাইভ টেলিকাস্টও করে জঙ্গিরা। ঘটনায় নিহতদের মধ্যে সকলের পরিচয় এখনও জানা যায়নি ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ১জন মহিলা-সহ চারজনকে সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ ৷

৯ জন ভারতীয় বংশোদ্ভূত নিখোঁজ হওয়ার ঘটনাটি নিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, ‘এই ঘটনাটি খুবই সংবেদনশীল ৷ এই ঘটনায় কতজন ভারতীয় নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*