প্রত্যেক দলের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন উপ মুখ্য নির্বাচন কমিশনার

Spread the love

শনিবার লোকসভা নির্বাচনের আগে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক করেন উপ-মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। জানা গিয়েছে, রাজ্যের সব জেলা প্রশাসনের সঙ্গেই বৈঠক করবেন তিনি। এদিন সকালে সেখানে পৌঁছন উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। আসেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। সিপিআইএমের পক্ষ থেকে আসেন রবিন দেব। কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন প্রদীপ ভট্টাচার্য। অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক এল এন মীনাও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনগুলির রিপোর্টে রাজ্যে ২২ হাজার বুথকে স্পর্শকাতর তালিকায় রাখা হয়েছে। যদিও নির্বাচন কমিশন এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। জেলা প্রশাসনের রিপোর্ট খতিয়ে দেখে রাজ্যকে পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। আজই চূড়ান্ত রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৯টি স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন উপ মুখ্য নির্বাচন কমিশনার। প্রথমে জাতীয়স্তরের দলগুলির সঙ্গে বৈঠক হবে। পরে রাজ্যস্তরের দলগুলির সঙ্গে বৈঠক করবেন সুদীপ জৈন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*