মোটামুটি শান্তিতেই চলছে ভোটগ্রহণঃ বিবেক দুবে

Spread the love

দ্বিতীয় দফার নির্বাচন পর্বে রাজ্যে তিনটি আসনে ভোট হচ্ছে। রাজ্যের স্পেশাল পুলিশ অবজারভার বিবেক দুবে এদিন বলেন, মোটামুটি শান্তিতেই ভোটগ্রহণের প্রক্রিয়া চলছে। আমাদের তরফে চেষ্টার খামতি নেই। বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত পর্যন্ত রাজ্যের তিনটি আসনে ভোটদানের গড় হার ৩৩ শতাংশ। দেখা যাক বাকি দিন গুলো কেমন হয়।দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত চোপড়ার ১৮০ নম্বর বুথে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভোটারদের বুথের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। বাইরের ভোটারদের বুথের ভিতর ঢুকতেও দেওয়া হচ্ছে না। এদিন ভোটারদের মারধরের অভিযোগও ওঠে। এরপরই ক্ষুব্ধ ভোটাররা চোপড়ার হাতিঘিষা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

চোপড়ায় ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার প্রসঙ্গে বিবেক দুবে বলেন, চোপড়ার সেই ভোটারদের নিরাপত্তাবাহিনীর নজরদারিতে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তারক্ষীরা তাঁদের পোলিং বুথে নিয়ে গেছে এবং তাঁরা ভোট দিয়েছেন।

অন্যদিকে, ইসলামপুরে পাটাগাড়া এলাকায় বুথের ১০০ মিটারের মধ্যে অস্ত্র ও বোমা নিয়ে দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ তোলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী মহম্মদ সেলিম। তবে বিবেক দুবের দাবি, ছোটোখাটো ঘটনা সবসময়ই ঘটবে। কিন্তু বড় কোনও অপ্রীতিকর ঘটনা এখনও ঘটেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*