কালিম্পঙের গভর্নমেন্ট জুনিয়র বেসিক স্কুলের ১১০ নম্বর বুথে কানে ফোন নিয়ে ভোট দিলেন জন আন্দোলন পার্টি (JAP) নেতা হরকা বাহাদুর ছেত্রী। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। উল্লেখ্য, নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, বুথের ভিতরে কেউ ফোন ব্যবহার করতে পারেন না। তা সত্ত্বেও হরকা ফোনে কথা বলতে বলতে বুথে ঢোকেন। তাঁকে প্রিসাইডিং অফিসার নিষেধ করেননি।
হরকা বাহাদুর বলেন, আমি জানতাম না বুথের ভিতরে কানে ফোন নিয়ে কথা বলা যাবে না। বুথে ঢোকার সময় দলের এক কর্মী ফোন করেন। গন্ডগোল হচ্ছে বলে খবর দেন। আমি তখন তাকে বলি, বুথে আছি, একটু পরে কথা বলছি। কালিম্পঙের দু-তিনটি বুথে JAP এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ তোলেন হরকা। তা সত্ত্বেও নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, ভালো ভোট হচ্ছে। মানুষের সমর্থন পাচ্ছি। আমিই জিতব।
এদিকে, ঘটনার পরই প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন।
Be the first to comment