মাসানুর রহমান,
আজ মালদার জেলায় তিনটি নির্বাচনী সভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, কংগ্রেস বিজেপিকে হারাতে পারবে না। তৃণমূল কংগ্রেসই ভারত সরকার গঠন করবে, সব রাজনৈতিক দলকে এক করবে, ইউনাইটেড ইন্ডিয়া গঠন করবে। বিজেপি আক্রমণ করে তিনি বলেন, এনআরসি করে সব লোককে তাড়িয়ে দেবে। অসমে ৪০ লক্ষ লোকের নাম বাদ দিয়েছে, এর মধ্যে ২২ লক্ষ হিন্দু বাঙালি, বাকিরা মুসলিম, বিহারী সহ পাহাড়ের কিছু মানুষও রয়েছে।
তিনি আরোও বলেন, যারা এখন বলছে বাংলায় এনআরসি করবে, বাংলায় আমরা থাকাকালীন ওদের এনআরসির এন ও করতে দেব না। ওদের এনআরসির একটা রাজনৈতিক বদলা এনবিসি তৈরী করেছি আমরা। এনআরসি হল ন্যাশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর এনবিসি হল ন্যাশনাল বিদায় সার্টিফিকেট। নাগরিক বিল করে ৬ বছরের জন্য মানুষকে বিদেশী বানিয়ে দেবে, সব অধিকার কেড়ে নেবে। মোদী বাবু কেন অন্য কোন রাজনৈতিক দলকেও আমরা নাগরিক বিল আনতে দেব না।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৫ বছর আগে উনি নিজেকে বলেছিলেন চাওয়ালা, এখন হয়েছেন চৌকিদার। এই চৌকিদার দেশ চালাতে পারবে না। ৫ বছর আগে উনি বলছিলেন কালো টাকা ফিরিয়ে আনবেন। সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেবে বলেছিল। আপনারা পেয়েছেন?
১০ কোটি চাকরি দেবে বলেছিল, দিয়েছে? পুরোটাই মিথ্যে কথা আর ভাঁওতা।
এদিন তিনি বলেন, বিজেপি অন্য সব রাজ্যে হারবে তাই এখন বাংলায় ঘুরে ভাষণ দিয়ে বেড়াচ্ছে, এসে হিন্দু মুসলমান করে বেড়াচ্ছে। বাংলায় নাকি আরএসএস বলেছে এখানে অনেক সংখ্যালঘু রয়েছে তাই সব হিন্দুরা নাকি ওদের ভোট দিয়ে দেবে, আমি একথা বিশ্বাস করি না। আমি হিন্দু ঘরের মেয়ে কিন্তু আমি বিজেপির হিন্দু ধর্ম মানি না, আমি রামকৃষ্ণ মিশনের হিন্দু ধর্ম মানি। আমি সব ধর্ম পালন করি এটাই আমার সংস্কৃতি। বিজেপি আমাকে মেরে ফেললেও আমার মুখ দিয়ে কখনো ভাগাভাগি হবে না, যতদিন বেঁচে থাকব হিন্দু মুসলমান করতে দেব না, বিজেপিকে দেশ ভাঙতে দেব না, বাংলা ভাঙতে দেব না।
Be the first to comment