মাসানুর রহমান,
১১ টি রাজ্য ও ১ টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৫ টি আসনে দ্বিতীয় দফার ভোট সম্পন্ন হল আজ। উত্তরপ্রদেশের ৮০ আসনের মধ্যে ৮ আসন, বিহারের ৫ টি আসন, তামিলনাডুর ৩৮ টি, কর্নাটকের ১৪ টি আসন ছাড়াও অসম, ছত্তীসগড়, জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র, মণিপুর, ওড়িশা, পুদুচেরিতেও ভোটগ্রহণ হয় আজ ৷ এ রাজ্যে দার্জিলিং, রায়গঞ্জ, জলপাইগুড়িতে ভোটগ্রহণ হয়েছে আজ। গোটা দেশজুড়ে দ্বিতীয় দফা নির্বাচনে ৯৫টি আসনে বিকেল ৫টা পর্যন্ত মোট ভোটের হার ৬৬ শতাংশ ৷
বিহারে ভোট পড়েছে- ৫৮.১৪%
ছত্তীসগড়ে ভোট পড়েছে- ৬৮.৭০%
জম্মু-কাশ্মীরে ভোট পড়েছে- ৪৩.৩৭%
কর্নাটকে ভোট পড়েছে- ৬১.৮০%
মহারাষ্ট্রে ভোট পড়েছে- ৬২%
মণিপুরে ভোট পড়েছে- ৭৪.৬৯%
ওড়িশায় ভোট পড়েছে-৬৪%
পণ্ডিচেরিতে ভোট পড়েছে- ৭৪%
তামিলনাড়ুতে ভোট পড়েছে- ৭২%
উত্তরপ্রদেশে ভোট পড়েছে- ৫৮.১২%
পশ্চিমবঙ্গে ভোট পড়েছে- ৭৬.০৭% যার মধ্যে
জলপাইগুড়ি ৮২.৭৬%, দার্জিলিং ৭২.১৪%, রায়গঞ্জ ৭৩.৩১% = মোট ৭৬.০৭%
Be the first to comment