রাজ্যে ভোট শান্তিপূর্ণ; জানালো কমিশন

Spread the love

কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রাজ্যে দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। এদিন তিনি বলেন, কোনও বড় ঘটনা ঘটেনি। কিছু ইভিএম মেশিন বিকলের খবর এসেছিল। সঙ্গে সঙ্গে তা পাল্টে দেওয়া হয়েছে। এছাড়া শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কোথাও কোনও সমস্যা হয়নি। যে যে অভিযোগ পেয়েছি, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি, ফোন নিয়ে এক ভোটদাতা বুথে ঢোকায় একজন প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে।

এদিন রাজ্যের ADG আইন-শৃঙ্খলা সিদ্ধিনাথ গুপ্তা বলেন, মোট 8টি এফআইআর হয়েছে। কালিম্পঙে তিনটি কেস হয়েছে। এর মধ্যে দুটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের কেস। এছাড়া, একটি গাড়িতে করে ভোটারদের নিয়ে যাওয়া হচ্ছিল। অপরটি মারামারির ঘটনা। উত্তর দিনাজপুরে দুটি এফআইআর দায়ের হয়েছে। একটি সাংবাদিকের গাড়ি ভাঙা নিয়ে এফআইআর দায়ের হয়েছে। অপরটি হলো জাতীয় সড়কে অবরোধ নিয়েও এফআইআর দায়ের করা হয়েছে। যেখানে ইভিএম ভাঙা হয়েছিলো, সেখানকার প্রিসাইডিং অফিসার বলেছেন, ভোটপর্ব মেটার পর এফআইআর দায়ের করবেন। উত্তর দিনাজপুরে মোটি ৪টি এফআইআর হবে বলে মনে হচ্ছে। একটি ছোটো ঘটনা নিয়ে জলপাইগুড়িতে ১টি এফআইআর দায়ের হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*