মাসানুর রহমান,
গতকাল তিন জায়গায় নির্বাচনী সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর, কৃষ্ণনগর ও বর্ধমানে তিনি বলেন, তৃণমূল থাকলে মানুষ নিরাপদে থাকবে, সব ধর্মের মানুষ শান্তিতে মিলেমিশে থাকবে। তিনি আরও বলেন, বাংলায় দাঙ্গা বরদাস্ত করা হবে না।
শ্রীরামপুর সভায় তিনি বলেন, হুগলী জেলায় অনেক কাজ হয়েছে। চন্দননগরে নতুন পুলিশ কমিশনারেট, মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, মেডিকেল কলেজ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্টেডিয়াম, রানি রাসমনি গ্রিন ইউনিভার্সিটি, ফুরফুরা শরিফের উন্নয়ন, তারকেশ্বর উন্নয়ন পর্ষদ, কর্মতীর্থ, মসলিন তীর্থ করা হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ, সেচের কাজের জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, এছাড়াও চন্দননগর আলো হাব, বলাগড়ে ইকো ট্যুরিজম প্রজেক্ট, মাল্টি জিম, নতুন রাস্তা সহ অনেক কাজ হয়েছে। এছাড়াও প্রত্যেক মানুষের জন্য বিভিন্ন পরিষেবামূলক প্রকল্প যেমন খাদ্য সাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, কৃষক বন্ধু, সবুজ শ্রী, বিনামূল্যে চিকিৎসা, বিধবা ভাতা, বৈতরিণী চালু করেছি।
বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, এটা বাংলার নির্বাচন নয়, তাও আমাদের রাজ্য কি কি কাজ করেছে আমি সবসময় বলি। এটা দিল্লীর নির্বাচন। ৫ বছরে বিজেপি কি কাজ করেছে?একটা সরকার নিয়মিত গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বাড়িয়েছে। সংসদে তৃণমূলের সাংসদরা অনবরত লড়াই করে গেছে ওদের এইসব পদক্ষেপের বিরুদ্ধে।
তিনি আরোও বলেন, সব মানুষের ওপর অত্যাচার করেছে, মানুষ, সাংবাদিক, পুলিশ অফিসারদের খুন করেছে, দাঙ্গা করে, আর নির্বাচন এলে গদা, তরোয়াল নিয়ে বেরিয়ে পরে, রথ নিয়ে বেরিয়ে পরে। এছাড়া তিনি বলেন, ভোট মানুষ দেয়, পুলিশ বা এজেন্সি নয়, আমার বিশ্বাস মানুষ আর ওনার বিশ্বাস এজেন্সি।
Be the first to comment