হাওড়া থেকে উদ্ধার নোডাল অফিসার অর্ণব রায়

Spread the love

হাওড়া থেকে উদ্ধার হলো নদিয়ায় কমিশনের নোডাল অফিসার অর্ণব রায়। জানা গিয়েছে, শিবপুরের পুলিশ আবাসন থেকে উদ্ধার করা হয়েছে তাঁকে ৷

উল্লেখ্য, পুলিশ আবাসনে থাকতেন অর্ণবের শ্বশুর ৷  পুলিশ আবাসনে গা ঢাকা দিয়েছিলেন অর্ণব ৷ অর্ণবের শ্বশুর নির্মল যশ পেশায় পুলিশকর্মী ৷ বৃহস্পতিবার অর্ণব রায়কে উদ্ধার করে সিআইডি ৷ মোবাইলের সূত্র ধরে অর্নবকে উদ্ধার করে সিআইডি, এমনটাই খবর ৷

প্রসঙ্গত, ১৮ এপ্রিল থেকে আচমকাই নিখোঁজ হন অর্ণব ৷ ভোটের কাজে বেরিয়ে নিখোঁজ হন অর্ণব ৷ কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করেন অর্ণব রায়ের স্ত্রী ৷ অর্ণব রায়কে জিজ্ঞাসাবাদ সিআইডি-র ৷ অর্ণবের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ অর্ণবের শ্বশুরবাড়ির সদস্যদেরও জিজ্ঞাসাবাদ ৷ জিজ্ঞাসাবাদ করতে পারে সিআইডি ৷

উল্লেখ্য, নদিয়ার ইভিএম ও ভিভিপ্যাট-এর দায়িত্বে থাকা অর্ণব রায় ১৮ এপ্রিল নিখোঁজ হন। তিনি NREGA ডিস্ট্রিক্ট অফিসার ছিলেন। ১৮ তারিখও জেলাশাসকের দপ্তরে তিনি কাজ করছিলেন। দুপুর দু’টোর পর সেখান থেকেই নির্বাচন সংক্রান্ত কাজে কৃষ্ণনগর BPCIT কলেজের উদ্দেশে রওনা হয়েছিলেন। গাড়িচালকসহ অন্যরা ফিরে এলেও অর্ণবের খোঁজ পাওয়া যায়নি। অবশেষে রাতের দিকে কৃষ্ণনগর থানায় মিসিং ডায়েরি করেন জেলাশাসক সুমিত গুপ্তা। তারপরই নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয় অর্ণবের এই নিখোঁজ হওয়ার পিছনে সঙ্গে নির্বাচনের কোনও যোগ নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*