হাওড়া আদালতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি

Spread the love

আইনজীবী ও পুরকর্মীদের সংঘর্ষ, অশান্তির জেরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি হাওড়া আদালতে। জানা গিয়েছে, পুলিশের বিরুদ্ধে জুলুমের অভিযোগ তুলেছেন আইনজীবীরা। হাইকোর্টে মামলা করছেন তাঁরা। বৃহস্পতিবার দুপুরে প্রতিবাদ মিছিল করবেন আইনজীবীরা।

উল্লেখ্য, বাইক রাখাকে কেন্দ্র করে বুধবার রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়া পুরসভা চত্বর। আইনজীবীদের সঙ্গে পুরসভার কর্মীদের বচসা থেকেই মারপিট শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, পুলিশকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়। ঘটনায় বেশ কয়েকজন আইনজীবী জখম হন। ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী অরূপ রায় ও হাওড়া পুলিশ কমিশনার। এখনও গোটা এলাকা থমথমে। ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*