মাসানুর রহমান,
রাজ্যের বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক অজয় নায়েকের অপসারণের দাবিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। অজয় নায়েকের বিরুদ্ধে আগেও সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, অজয় নায়েক ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছেন, সেক্ষেত্রে পর্যবেক্ষক হিসেবে তাঁকে নিযুক্ত করা উল্লিখিত আইনের আওতায় পড়ে না। পক্ষপাতিত্ত্বের সম্ভাবনা এড়াতেই কেবলমাত্র কর্মরত অফিসারদেরই পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়।
তিনি আরোও বলেন, রিপ্রেসেন্টশন অফ পিপলস অ্যাক্টের,১৯৫১ ২০বি ধারার আওতায় কেবলমাত্র সরকারি কর্মরত অফিসারদের মধ্যে থেকেই পর্যবেক্ষক নিযুক্ত করতে পারে নির্বাচনী অফিসার । একজন অবসরপ্রাপ্ত অফিসারকে এই দায়িত্ব দেওয়ার নেপথ্যে রাজনৈতিক স্বার্থও থাকতে পারে। সুতরাং, এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অজয় নায়েকের সরানো হোক বা পুনর্বিবেচনা করা হোক, নির্বাচন কমিশনকে এমনই জানা গেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
শুনুন কী বললেন ডেরেক ও’ব্রায়েন?
Be the first to comment