পিয়ালি আচার্য,
ছবি- প্রশান্ত দাস ও মৈনাক সাউ,
আমরা নূতন যৌবনেরই দূত। এই নব যৌবন সংকীর্ণ গণ্ডী মানে না, সাম্প্রদায়িকতার ভেদাভেদ এদের বিছিন্ন করতে পারে না। এরা কবির ভাষায় বলে, “মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান”। কবিকে উদ্ধৃত করে বলা যায় ‘এই বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় উঁকি’। স্পর্ধিত যৌবন মাথা তোলার ঝুঁকি নেয়। এরকমই কিছু ছাত্রছাত্রীর কাছে পৌঁছেছিলো রোজদিন।
উত্তর কলকাতার শিয়ালদহের বঙ্গবাসী কলেজ। বহু গরিমা মাখা এই কলেজের ছাত্রছাত্রীদের স্পষ্ট বক্তব্য মোদী সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি করেন। হিন্দু মুসলিম ভেদাভেদ করেন। সমস্বরে তারা বলে আর নেই দরকার, মোদী সরকার। অনেক বাঙালীর মতোই তাদেরও চোখে স্বপ্ন দিল্লির মসনদে বসবেন মমতা। এই বঙ্গবাসী কলেজের পড়ুয়া অর্ণব নন্দী, দীপা মণ্ডল, সুপ্রীতি নন্দী, চঞ্চল সরকার, পলাশ মণ্ডল, মাসুদ লস্কর- এদের সঙ্গে কথা বলেছিলাম আমরা। প্রত্যেকে মোদী বিরোধিতার বিভিন্ন দিকের কথা উল্লেখ করলেও একটা বিষয়ে তারা একমত মোদী হঠাও দেশ বাঁচাও, মমতাকে প্রধানমন্ত্রী বানাও।
শুনুন ছাত্রছাত্রীদের মতামত-
দেখুন ছবি-
Be the first to comment