সৌজন্যতা নিয়ে বাজারে মার্কেটিং করে নিজের ইমেজ তৈরী করছেন মোদী বাবুঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

মাসানুর রহমান,

আজ বীরভূম জেলার সিউড়িত জনসভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলেন যে ওনারা বাংলায় আসার আগে কোনও হোমওয়ার্ক করেন না।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মোদী বাবু এক সাক্ষাৎকারে বলেছেন আমি তাকে কুর্তা পাঠাই, তাতে দোষের কি? দুর্গা পুজোয় আমি সকলকেই কিছু না কিছু উপহার পাঠাই শুধু ওনাকে নয়।আমার বিশ্ব বাংলা হাব আছে, সেখানে সব তাঁতিরা বিভিন্ন জিনিস বানায়। সবাইকে আমি মিষ্টি পাঠাই, আম পাঠাই কারণ এটা সৌজন্যতা, রাজনীতি আর সৌজন্যতা এক নয়। ওরা বলে বেড়ায় আর আমরা বলি না কারণ এটা আমাদের সংস্কৃতি নয়। সকলে জন্মদিনে শুভেচ্ছা পাঠাই, আমি সবার শুভ কামনা করি, মৃত্যু কামনা নয়। সৌজন্যতা নিয়ে বাজারে মার্কেটিং করে নিজের ইমেজ তৈরী করছে।

তিনি আরোও বলেন,গতকাল প্রধানমন্ত্রী বোলপুরে সভা করে তৃণমূলকে গুন্ডা বলে গেছেন, আর একজন সাইনবোর্ড নেতা বলে গেছেন এটা নাকি রবি ঠাকুরের জন্মভূমি। ওরা কোনও হোমওয়ার্ক করে  আসেননা। বীরভূমে আমরা কি কাজ কাজ করেছি আমি তার একটা হিসেব দেব, আর আমি যা বলছি তা যদি মিথ্যে হয় আমি নরেন্দ্র মোদী আর বিজেপিকে চ্যালেঞ্জ করছি, ওনারা এই মাটিতে দাঁড়িয়ে বলে যাবেন আমি সত্য বলছি না আপনি যা বলেছেন তা মিথ্যে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নরেন্দ্র মোদী একটা কাজও করতে জানেন না, ওদের ক্যাডার রা হিন্দু মুসলমানের মধ্যে ভাগাভাগি করে। ওরা ঠাকুরকে রাস্তায় বিক্রি করে আর নির্বাচন এলেই হিন্দু হিন্দু বলে চিৎকার করে। ওরা কিসের হিন্দু? হিন্দু ধর্ম অনেক পুরোনো, অনেক যুগ ধরে আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*