খানাকুলে বিজেপির মিছিলে হামলার ঘটনায় রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন

Spread the love

আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তপন রায়ের মিছিলে হামলার ঘটনা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠালো নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসকের কাছে জানতে চেয়েছে ওই ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে?

উল্লেখ্য, বুধবার খানাকুলে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তপন রায়ের সমর্থনে একটি মিছিল হয়। অভিযোগ, সেই মিছিলে তৃণমূল হামলা চালায়। কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করা হয়। এমন কী তপন রায়ের গাড়িসহ আরও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার প্রতিবাদে তপনবাবুর নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকরা আরামবাগের গড়ের ঘাট রোডের কামারশাল মোড়ে পথ অবরোধ করে। পরে খানাকুল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

অপরদিকে তৃণমূলের পালটা অভিযোগ, বিজেপি কর্মীরাই তাঁদের কর্মী-সমর্থকদের উপর হামলা ও মারধর করে। কয়েকজনের বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করে। রাস্তা অবরোধের সময়ে পুলিশের সামনেই এক তৃণমূলকর্মীকে মারধর করে বিজেপি কর্মীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*