কান্দিতে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সংঘর্ষ, জখম ৩

Spread the love

পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়লো কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। কান্দি থানার কল্যাণপুরের ঘটনা। বৃহস্পতিবার রাতের ঘটনায় দুই মহিলা কংগ্রেস নেত্রী সহ মোট তিনজন জখম হয়েছেন। আহতদের কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় হাসপাতাল চত্বর থেকে তিনজনকে আটক করে কান্দি থানার পুলিশ। পরে আরও পাঁচজনকে এই ঘটনায় আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপর চড়াও হয়ে তাদের মারধর করলে আটক করা হয়েছে কংগ্রেসের কর্মীদের। কংগ্রসের অভিযোগ, কল্যাণপুর এলাকায় দলের পতাকা টাঙানো হয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যায়। রাত দশটা নাগাদ তৃণমূল সমর্থকরা সেখানে গিয়ে পতাকা ছিড়ে দেয়। বাধা দিতে গিয়ে জখম হন দুই মহিলা কংগ্রেসনেত্রী ও এক কংগ্রেস সমর্থক। যদিও তৃণমূল কংগ্রেস সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

আহতদের কান্দি মহকুমা হাসপাতালে আনা হলে সেখানেও দুই দলের কর্মী ও সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ সেখান থেকে তিনজনকে আটক করে। এই ঘটনায় উভয় দলের তরফেই কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরে অভিযোগের ভিত্তিতে আরও পাঁচজনকে আটক করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*