অযোধ্যা মামলায় সমাধান সূত্র বের করতে মধ্যস্থতাকারীদের ১৫ আগস্ট পর্যন্ত সময়সীমা দিলো সুপ্রিম কোর্ট

Spread the love

অযোধ্যা মামলায় সমাধান সূত্র বের করার জন্য মধ্যস্থতাকারী প্যানেলকে ১৫ আগস্ট পর্যন্ত সময়সীমা দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানায়, মধ্যস্থতাকারী প্যানেল আরও সময় চেয়েছিল। তা মঞ্জুর করা হয়েছে । উল্লেখ্য, মামলার পূর্ববর্তী শুনানিতে মধ্যস্থতার জন্য সুপ্রিম কোর্ট একটি প্যানেল গঠন করেছিলো। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এফ এম কালিফুল্লার নেতৃত্বে তিন সদস্যের এই প্যানেল গঠিত হয়। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য একটি সম্ভাব্য পথ বের করার জন্য কমিটিকে আলোচনার নির্দেশ দেয় শীর্ষ আদালত।

পাশাপাশি, অযোধ্যার বিতর্কিত জমির সব পক্ষের সঙ্গে কথা বলার জন্য প্যানেলকে আট সপ্তাহ সময় দেয় সুপ্রিম কোর্ট। প্যানেলের সবকিছু কাজকর্ম ভিডিও করে রাখার নির্দেশও দেওয়া হয়। প্রসঙ্গত, মঙ্গলবার (৭ মে) পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য মধ্যস্থতাকারী প্যানেলের তরফে অতিরিক্ত সময় চাওয়া হয় । আজ সেই আর্জি মঞ্জুর করে শীর্ষ আদালত ।

পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানায়, যদি ফলাফল নিয়ে মধ্যস্থতাকারীরা আশাবাদী হন ও ১৫ অগাস্ট পর্যন্ত সময় চান, তাহলে ক্ষতি কী ? বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। কেন সময় মঞ্জুর করা হবে না ?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*