লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী আবারও ক্ষমতায় এলে দায়ী হবেন রাহুল গান্ধী। আবারও স্পষ্ট করে একথাই জানালেন অরবিন্দ কেজরিওয়াল। উল্লেখ্য, উত্তরপ্রদেশে সপা-বসপা জোট, কেরলে বাম ও পশ্চিমবঙ্গে তৃণমূল ও নয়াদিল্লিতে আপের সঙ্গে জোট গঠন করেনি কংগ্রেস। আর সেই পরিপ্রেক্ষিতেই এই মন্তব্য করেছেন কেজরি।
কেজরিওয়াল জানিয়েছেন উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কেরল, নয়াদিল্লি ও অন্ধ্রপ্রদেশে কংগ্রেস বিজেপি নয়, বরং অন্য বিরোধী দলগুলির বিপক্ষে লড়ছে ও এই কারণেই বিজেপি বিরোধী লড়াইয়ে মূল বাধা হয়ে দাঁড়াচ্ছে কংগ্রেসই।
উল্লেখ্য, নয়াদিল্লিতে কংগ্রেস-আপ জোট বাস্তবায়িত হয়নি ও তারপর থেকে একাধিকবার কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন আপ প্রধান। সপ্তদশ লোকসভা নির্বাচনে যদি নরেন্দ্র মোদী ফের ক্ষমতায় আসেন তাহলে তার জন্য দায়ী থাকবেন রাহুল গান্ধী নিজেই, এমনটাই জানিয়েছেন কেজরিওয়াল।
Be the first to comment