মাসানুর রহমান,
আজ দমদম লোকসভা কেন্দ্রে নির্বাচনী জনসভা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় তিনি বলেন, সারা দেশে হার নিশ্চিত জেনে মোদী বাবুর মাথা খারাপ হয়েছে, ভুল বকছে। বিজেপির হারাতঙ্ক হয়েছে।
তিনি বলেন, পঞ্চায়েতে যখন সিপিএম অত্যাচার করত, তখন বিজেপি কোথায় ছিল? ঝাড়খণ্ড, সিকিম, ছত্তিসগড়ে, উত্তরপ্রদেশে, ত্রিপুরায় কেউ বিজেপির বিরুদ্ধে পঞ্চায়েতে লড়াই করতে পারেনা, সেটা নিয়ে কারোর বলার বুকের পাটা নেই। নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তিনি বলেন,
মোদীবাবু আপনি আগে আয়নায় নিজের মুখ দেখুন। এত নিচু মনের প্রধানমন্ত্রী আমি দেখিনি। তিনি আবার মন কি বাত শোনান। নেতাজীর তৈরী প্ল্যানিং কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ করল। যাদের না আছে কোনও নীতি, না আয়োগ।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পাঁচ বছর পর ওদের রামের কথা মনে পড়ে। নির্বাচন এলে শ্রী রাম ওদের দলের এজেন্ট হয়ে যায়। আমরা সব ধর্মস্থানের সংস্কার করেছি। গঙ্গাসাগর দেখে আসুন। একটা রাম মন্দির করতে পারেনা। নির্বাচন এলেই ধর্ম নিয়ে পড়ে।
Be the first to comment