কাঁথিতে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। জানা গিয়েছে, তার নাম সুধাকর মাইতি। বয়স ৫৫ বছর। উল্লেখ্য, মারিশদা থানার কুকড়াওল গ্রামের বাসিন্দা সুধাকরবাবু শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান। ঘণ্টা তিনেক পর অযোধ্যাপুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
মৃতের ছেলে সুজিত মাইতির অভিযোগ, রাজনৈতিক কারণেই এই খুন। ঘটনায় মারিশদা থানায় অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সুধাকরবাবু একসময় সিপিআই (এম) করতেন। রাজ্যে পালাবদলের পর তিনি তৃণমূল করতে শুরু করেন। এলাকার সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত তিনি। সুজিত মাইতি তাঁর বাবার মৃত্যুর পিছনে রাজনৈতিক কারণ দেখছেন। কাঁথি মহকুমা হাসপাতালে বাবার মৃতদেহের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, বাবা একসময় সিপিআই(এম) করতো। এখন তৃণমূল করে। আমার অনুমান, বাবাকে রাজনৈতিক কারণেই খুন হতে হয়েছে।
মৃতদেহ উদ্ধারের পরই মারিশদা থানায় খুনের অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাতে সুধাকর মাইতি বাড়ি থেকে বেরিয়ে কোথায়, কার সঙ্গে দেখা করতে গেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।
Be the first to comment