ষষ্ঠ দফার নির্বাচন শেষ হলো রবিবার ৷ পরপর ছয় দফাতেই দেশের সব রাজ্যকে পিছনে ফেলে ভোটদানে শীর্ষস্থান দখল করলো পশ্চিমবঙ্গ ৷ গত পাঁচ দফায় দেশে ভোট দানে রাজ্যের স্থান শীর্ষে ৷ প্রথম দফায় পশ্চিমবঙ্গে ভোটদানের হার ছিল ৮১%, দ্বিতীয় দফায় ভোট পড়ে ৭৬.০৭%, তৃতীয় দফায় আরেকটু বেড়ে ভোটদানের হার ৭৮.৯৭%, চতুর্থ দফায় রাজ্যে ৫টা পর্যন্ত গড় ভোটের হার ৭৬.৪৪% এবং পঞ্চম দফাতেও ভোট পড়ে ৭৩.৯৭% ৷
এবার ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গ নিজেই নিজের রেকর্ড ভাঙলো ৷ মোট ৮টি লোকসভা আসনে সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়ল ৮০.১৬% ৷ এছাড়া, পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্যান্য রাজ্যের দিকে নজর দিলে দেখা যায়-
বিহারে বিকেল ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৫৯.২৯%
হরিয়ানাতে বিকেল ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৬২.৮৫%
মধ্যপ্রদেশে বিকেল ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৬০.৩৬%
উত্তরপ্রদেশে বিকেল ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৫৩.২১%
ঝাড়খণ্ডে বিকেল ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৬৪.৪৬%
দিল্লিতে বিকেল ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৫৫.৬১%
Be the first to comment