চাপের মুখে বিদ্যাসাগর কলেজে তাণ্ডবের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে পাল্টা তোপ দাগলেন অমিত শাহে। বিদ্যাসাগরের মূর্তি কারা ভাঙল? কলেজের ভিতরে ছিলেন তৃণমূলকর্মীরা। মিথ্যা সহানুভূতি কুড়োতে মূর্তি ভেঙেছে তৃণমূলই। দাবি বিজেপি সভাপতির। তিনি আরও বলেন সিআরপিএফ না থাকলে বেঁচে ফিরতেন না বাংলা থেকে ৷ এর পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন ৷
বুধবার সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেন, লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফা সমাপ্ত হয়ে গিয়েছে ৷ ৬টি দফায় বাংলা ছাড়া আর কোনও রাজ্যে হিংসা বা অশান্তি হয়নি ৷ তিনি আরও বলেন, আমি মমতাজিকে বলতে চাই আপনি কেবল ৪২টি আসনে নির্বাচন লড়ছেন কিন্তু বিজেপি দেশের সমস্ত রাজ্যে নির্বাচন লড়ছে ৷ কিন্তু বাংলা ছাড়া আর কোনও রাজ্যে হিংসা, অশান্তি ছড়ায়নি ৷ কিন্তু বাংলায় প্রত্যেক দফায় হিংসার ঘটনা ঘটেছে ৷ এর মানে একটাই যে তৃণমূল কংগ্রেসই হিংসা ছড়াচ্ছে ৷
Be the first to comment