মঙ্গলবার অমিত শাহের রোড শো ঘিরে চুরমার কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর কলেজ চত্বর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলা নিয়ে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। বুধবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে এই ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হলেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা দুঃখজনক ও এইভাবে গোটা পশ্চিমবঙ্গকেই অপমান করা হয়েছে, বিবৃতিতে এমনটাই জানিয়েছেন ডেরেক। পাশাপাশি বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলা প্রসঙ্গে সরাসরি বিজেপি সভাপতি অমিত শাহকেই দায়ি করেছেন ডেরেক।
তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাইরে থেকে গুন্ডা এনে এই কাজ করিয়েছে বিজেপি। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলো ছাত্ররা কিন্তু বিজেপি ইচ্ছাকৃতভাবে হিংসা সৃষ্টি করেছে। ভিডিও ফুটেজে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে গোটা ঘটনা। এর থেকেই প্রমাণিত হয় যে অমিত শাহ একজন মিথ্যেবাদী, জানালেন ডেরেক ও’ব্রায়েন।
Be the first to comment