জয় নিশ্চিত হতেই সোশ্যাল মিডিয়ায় নিজের নামের সামনে থেকে ‘চৌকিদার’ শব্দ তুলে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন চৌকিদার শব্দটি সরিয়ে মোদী টুইট করে লেখেন, “দেশের বহু মানুষ চৌকিদার হয়েছেন। দেশের প্রতি তাঁদের দায়িত্ব পালন করেছেন। দেশের নিরাপত্তার নিরিখে, চৌকিদার একটি শক্তিশালী চিহ্ন হয়ে উঠেছে ভারতে। জাতপাত, সাম্প্রদায়িকতা, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে দায়িত্ব পালন করেছেন এই চৌকিদাররা। এবার সময় এসেছে, এই চৌকিদার-স্পিরিটকে পরের ধাপে পৌঁছে দিতে হবে। ”
পাশাপাশি এদিন বাকি নেতাদের নাম থেকেও চৌকিদার শব্দ তুলে দিতে অনুরোধ করেন মোদী। তাঁর এই টুইটের কিছুক্ষণ পরেই চৌকিদার তুলে নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-সহ বাকি সমস্ত বিজেপি নেতাই।
Be the first to comment