রাজ্যে তৃণমূল ২২, বিজেপি ১৮, কংগ্রেস ২। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিনে অনেককেই আশ্চর্য করে বিশাল ব্যবধানে জয়ী হয়েছে বিজেপি৷ ঠিক এমন সময়ই রাজনীতির ময়দানে একদমই নতুন বাংলা চলচ্চিত্রের দুই খ্যাতনামা অভিনেত্রী। মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। রাজনীতির রণক্ষেত্রে দুই নতুন মুখ। একজন যাদবপুর লোকসভা কেন্দ্র (মিমি) আর একজন বসিরহাট (নুসরত)।
গতকাল অনেককে অবাক করে এই দুই তৃণমূলের হেভিওয়েট তারকা মুখ লক্ষাধিক ভোটের ব্যবধানে পিছনে ফেলেছে সবাইকে। যাদবপুরে মিমির বিপক্ষে লড়াইয়ে ছিলেন বিজেপির অনুপম হাজরা, সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্য। বসিরহাটে নুসরাতের সাথে লড়াইয়ে প্রথম বিপক্ষ ছিলেন বিজেপির সায়ন্তন বসু, তারপর ছিলেন কংগ্রেসের আব্দুর রহিম।
মিমি চক্রবর্তীর প্রাপ্ত ভোট ৬৮৭৭৭৩, অনুপম হাজরার প্রাপ্ত ভোট ৩৯২৬১০ বিকাশরঞ্জন ভট্টাচার্য পেয়েছেন ৩০১৫৬০। নুসরতের প্রাপ্ত ভোট ৭১৩৫৪১, সায়ন্তন বসু পেয়েছেন ৩৮৫৫৪৬, কংগ্রেস পেয়েছে ৮৯২২৭।
Be the first to comment