নির্বাচনে ভরাডুবির পরই ঘনিষ্ঠ মহলে কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাহুল গান্ধী। সেইমতো শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে নিজের মতামত ব্যক্ত করেন রাহুল। কিন্তু জানা গিয়েছে, ওয়ার্কিং কমিটির সদস্যরা তাঁকে পদত্যাগ করতে বাধা দিয়েছেন। সূত্রের খবর, শনিবার ওয়ার্কিং কমিটির বৈঠকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন রাহুল গান্ধী। তিনি বলেন, এবারের লোকসভায় দলের হারের সব দায় তাঁর। তাই তিনি এই পদ থেকে সরে যেতে চান। এ কথা শোনার পর ওয়ার্কিং কমিটির সদস্যরা রাহুলকে বাধা দেন পদত্যাগ করতে। তাঁদের বক্তব্য, রাহুল গান্ধীই একমাত্র যিনি মোদীকে সবথেকে বেশি চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন। রাহুল নিজের কাজ করেছেন। দলের হার হয়েছে সাংগঠনিক ব্যর্থতা ও অন্য বেশ কিছু কারণের ফলে। সেগুলো খতিয়ে দেখা হবে। কিন্তু তাতে রাহুলের একার দায় নেই। ওয়ার্কিং কমিটি চায়, তিনিই কংগ্রেস সভাপতির দায়িত্ব পালন করুন।
তবে এদিনের ওয়ার্কিং কমিটির বৈঠকে মেনে নেওয়া হয়েছে, সাংগঠনিক ব্যর্থতার ফলেই হার হয়েছে কংগ্রেসের। তাই সংগঠনে বেশ কিছু বদল দরকার বলেই মনে করছে ওয়ার্কিং কমিটি। কী বদল হবে, তা ধীরে ধীরে আলোচনা করে ঠিক করা হবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে।
Be the first to comment