দেশের অ্যাথলিটদের মধ্যে নতুন সেনসেশন হিমা দাস ৷ তবে শুধু ট্র্যাকেই নয়, বোর্ড পরীক্ষাতেও সোনা ঘরে আনলো হিমা ৷ গত তিন বছর ধরে বিভিন্ন ট্র্যাক ইভেন্টে ব্যস্ত থাকা সত্ত্বেও চোখ ধাঁধানো উচ্চমাধ্যমিকের রেজাল্ট ৷ অ্যাথলেটিক্স নিয়ে বিশ্বমঞ্চে দাপিয়ে বেড়ানোর মাঝেই এমন দুর্দান্তে রেজাল্টে সবাইকে অবাক করে দিয়েছেন ঢিং এক্সপ্রেস হিমা দাস ৷ অর্জুন পুরস্কার প্রাপ্ত হিমা দাস চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৭০ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছেন ৷
সম্প্রতি উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা করেছে অসম ৷ উচ্চমাধ্যমিক পরীক্ষার আগেও একের পর এক আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ইভেন্টে ব্যস্ত থাকায় পড়াশোনার জন্য অত্যন্ত কম সময়ই পেয়েছিলেন হিমা ৷ তবুও হাল ছাড়েননি ৷ খেলাধুলার সঙ্গে সমান তালে চালিয়ে গিয়েছেন পড়াশুনা ৷ সেই কঠোর পরিশ্রমেরই পুরস্কার অসমিয়া বিষয়ে লেটার মার্কস সহ এই ৭০ শতাংশ নম্বর ৷ ট্র্যাকের মতোই পড়াশুনাতেও উজ্জ্বল অসমের মেয়ে হিমা ৷
অসমের সবচেয়ে কমবয়সী অর্জুন পুরস্কারপ্রাপ্ত হিমার পড়াশুনার সাফল্যে খুশি ও গর্বিত তাঁর জন্মভূমি ৷
Be the first to comment