দীর্ঘ একমাসের মাথায় উঠল আইনজীবীদের কর্মবিরতি। গতকাল বার কাউন্সিল জানায়, হাওড়া আদালতের ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে আইনজীবীরা যে কর্মবিরতি পালন করছিল তা প্রত্যাহার করা হল। শনিবার থেকে আদালতের কাজকর্ম স্বাভাবিক হবে। কাজে যোগ দেবেন আইনজীবীরা।
উল্লেখ্য, হাওড়া আদালতের ঘটনায় কলকাতা হাইকোর্টে দোষীদের শাস্তির দাবিতে যে মামলা দায়ের হয়েছিল তার রায়ে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও অরিন্দম মুখার্জির ডিভিশন বেঞ্চ বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এই কমিটি গঠিত হবে প্রাক্তন বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্তর নেতৃত্বে। সেই কমিটিকে তিনমাসের মধ্যে ঘটনার তদন্ত রিপোর্ট জমা করতে বলা হয়েছে। বার কাউন্সিলের তরফে জানানো হয়েছে, সেই রিপোর্ট দেখে পরবর্তী নেওয়া হবে।
যদিও বার কাউন্সিলের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন আইনজীবীদের একাংশ । কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত যখন নেওয়া হয় তখনও না কি কাউন্সিলে হাজির ছিলেন না হাওড়া আদালতের আইনজীবীরা। তাঁদের অনুপস্থিতিতেই না কি কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তাঁরা এই সিদ্ধান্তের কথা জানতে পেরে বিক্ষোভ শুরু করেন।
Be the first to comment