রাজীব কুমারের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হলো। এর ফলে আপাতত দেশ ছাড়তে পারবেন না তিনি। কোনও সমুদ্রবন্দর বা বিমানবন্দর দিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করলে তাঁকে সিবিআই- এর হাতে তুলে দেওয়া হবে।
উল্লেখ্য, ১৭মে সুপ্রিম কোর্ট ধাক্কা খান রাজীব। তাঁর রক্ষাকবচ প্রত্যাহার করে নেয় শীর্ষ আদালত। তবে, আইনি সহায়তার জন্য তাঁকে সাতদিন সময় দেওয়া হয়। সেই মেয়াদ শেষের আগে আগাম জামিনের চেষ্টা করেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। কিন্তু, আইনজীবীদের কর্মবিরতির কারণে আদালতে আগাম জামিনের আবেদন জানাতে পারেননি তিনি। সেজন্য তিনি ফের সুপ্রিম কোর্টে যান। আবেদনে জানান, আইনজীবীদের কর্মবিরতির কারণে রাজ্যের আদালতগুলিতে কাজ হচ্ছে না। কিন্তু, অবকাশকালীন বেঞ্চ জরুরি ভিত্তিতে সেই আবেদন শুনতে চায়নি। গতকাল শীর্ষ আদালতে ফের আবেদন করেন রাজীব কুমার। কিন্তু, সেই আবেদন শুনতে চায়নি আদালত।
এরপর শুক্রবার বারাসত আদালতে আগাম জামিনের আর্জি জানান রাজীব। কিন্তু, সময় ও পদ্ধতিগত ত্রুটির জন্য সেই আবেদন বাতিল হয়ে যায়। তার ফলে বিপাকে পড়েন রাজীব। এর ফলে, যে কোনও সময় এখন রাজীবকে গ্রেপ্তার করতে পারে সিবিআই। গ্রেপ্তারি এড়াতে রাজীব যাতে দেশের বাইরে চলে না যান, তা রুখতে লুক আউট নোটিশ জারি করা হয়েছে।
Be the first to comment