উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে হিমালয়ের পাদদেশের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং-এ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। পাশাপাশি বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধামান, মুর্শিদাবাদ, নদিয়া, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে ৷
জানা গিয়েছে, পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কমি পর্যন্ত এর অবস্থান ৷ এরফলেই উত্তরবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ পাশাপাশি রবিবার কলকাতায় আকাশ থেকবে মেঘলা। রবিবার সকালে কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ২২.৮ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম।
Be the first to comment