বাংলায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দফতর

Kolkata Dark clouds & heavy wind covers the sky of Kolkata near Howarh Bridge on the first day of Monsoon in Kolkata on Thursday.PTI Photo(PTI6_11_2015_000162B)
Spread the love

উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে হিমালয়ের পাদদেশের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং-এ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। পাশাপাশি বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধামান, মুর্শিদাবাদ, নদিয়া, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে ৷

জানা গিয়েছে, পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কমি পর্যন্ত এর অবস্থান ৷ এরফলেই উত্তরবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ পাশাপাশি রবিবার কলকাতায় আকাশ থেকবে মেঘলা। রবিবার সকালে কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ২২.৮ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*