২০২১-এর আগেই রাজ্যে বড়সড় পরিবর্তন হতে পারে। তৃণমূল কংগ্রেস সরকার সময়ের আগেই পড়ে যেতে পারে। দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথাই জানালেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। উল্লেখ্য, আগামী দিনে বাংলায় নিজেদের মাটি শক্ত করতে কী পদক্ষেপ রাজ্য নেতৃত্ব নেবে সেই বিষয়ে মোদীর সঙ্গে শনিবার বৈঠকে বসেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষরা। বৈঠকের পর কৈলাস বলেন, এই সরকার নিজেদের সময়ের আগেই পড়ে যেতে পারে। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই এটা ঘটবে।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বাংলায় পরিবর্তনের সূচনা হয়ে গেছে । যে কোনও সময় যে কোনও কিছু ঘটতে পারে। সরকার চালানোর যোগ্যতা হারিয়েছে তৃণমূল কংগ্রেস।
Be the first to comment