রাজীব কুমারের বাড়িতে আবারও হানা দিলো সিবিআই ৷ রবিবার শেক্সপীয়ার সরণীতে ৮ সদস্যের সিবিআই দল হানা দিল রাজীব কুমারের বাড়িতে ৷ আইনি নোটিশ সিবিআই রাজীব কুমারকে ৷ উল্লেখ্য, কলকাতা পুলিশ কমিশনার থাকার সময়ে ২ নম্বর লাউডন স্ট্রিটে থাকতেন রাজীব কুমার। সেখানেই যান সিবিআই কর্তারা। উল্লেখ্য, সোমবার কলকাতার প্রাক্তন পুলিস কমিশনার রাজীব কুমারকে সকাল ১০টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে রবিবার সন্ধ্যায় রাজীব কুমারের বাড়িতে নোটিশ দেওয়া হয় সিবিআই-এর তরফে।
জানা গিয়েছে, এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ চার সিবিআই কর্তা সিজিও কমপ্লেক্স থেকে লাউডন স্ট্রিটে আসেন। সেখানে একটি চিঠি দেন সিবিআই কর্তারা। সেই বাড়িতে না ঢুকে সিবিআই কর্তারা যান ২৪ নম্বর পার্ক স্ট্রিটে ডিসি সাউথ মিরাজ খালিফের অফিসে। সেখানেই পুলিশ কর্তাদের সঙ্গে সিবিআই কর্তারা কথা বলছেন। তবে সিবিআইয়ের হাতে একটি সাদা কাগজ রয়েছে। সেই সাদা কাগজ আসলে কী তা বোঝা যাচ্ছে না। কাগজটি কোনও প্রামাণ্য নথি নাকি অ্যারেস্ট ওয়ারেন্ট তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
সূত্রের খবর, এই মুহূর্তে নিজের বাড়িতে নেই রাজীব কুমার ৷ রবিবার দুপুরে কলকাতা থেকে উত্তরপ্রদেশ চলে গিয়েছে রাজীব। সেখানেই তাঁর নিজের বাড়ি। আপাতত সেখানেই রাজীব কুমার আছেন বলে সূত্রের খবর। সিবিআই সূত্র মারফৎ জানা গিয়েছে, উত্তরপ্রদেশে রাজীবের বাড়িতেও যেতে পারেন সিবিআই আধিকারিকরা।
দেখুন ভিডিও-
Be the first to comment