বেঙ্গালুরুতে অ্যাম্বুলেন্স ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো একই পরিবারের ৫ জন। তাঁরা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলেই জানা গিয়েছে। মৃতদের নাম দীপক দে, সুজয়, জয়তী, স্বাগত চৌধুরি ও ধ্রুব দে। কর্মসূত্রে তাঁরা বেঙ্গালুরুতে থাকতেন বলেই খবর।
উল্লেখ্য, গতকাল সকালে একটি গাড়িতে করে সুজয়কে ছাড়তে বেঙ্গালুরু বিমানবন্দরে যাচ্ছিলেন সবাই। ইয়েলাহানকার কাছে অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও এক কিশোর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Be the first to comment