দলের নেতাদের সঙ্গে আজ বিকেলেই বৈঠকে বসবেন রাহুল গান্ধী

Spread the love

ছবি- (এএনআই)

দলের নেতারা চান না, তিনি সভাপতির পদ ছাড়ুন। কিন্তু, লোকসভা নির্বাচনে দলের বিপর্যয়ের দায়ভার মাথায় নিয়ে কংগ্রেস সভাপতির পদ ছাড়তে চান রাহুল গান্ধী। মা সোনিয়া গান্ধী এবং বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরার অনুরোধেও নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন রাহুল। এই অবস্থায় মঙ্গলবার সকালে প্রিয়াঙ্কা ও অন্য নেতারা ফের রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। তারপরই ঠিক হয়, আজ বিকেলেই নিজের বাসভবনে দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন কংগ্রেস সভাপতি।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর শনিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হয়। ওই বৈঠকের পর সোমবার আহমেদ প্যাটেল এবং কে সি বেণুগোপালের কাছে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানান রাহুল। তাঁর বিকল্প খোঁজার কথা বলেন। যদিও বিষয়টি খারিজ করেন আহমেদ প্যাটেল।

এদিকে এই অবস্থায় আজ সকালে রাহুলের সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কা, কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা, রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী সচিন পাইলট। তারপরই ঠিক হয়, আজ বিকেল সাড়ে চারটেয় দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিজের বাসভবনে বৈঠক করবেন রাহুল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*