কংগ্রেস সভাপতি থাকছেন রাহুল গান্ধীই

Spread the love

কংগ্রেস সভাপতি থাকছেন রাহুল গান্ধীই, একথাই জানিয়ে দিলো কংগ্রেস কোর কমিটি ৷ মঙ্গলবার সকালেই প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা ও আহমেদ প্যাটেল তড়িঘড়ি রাহুল গান্ধীর বাসভবনে যান ৷ সেখানেই চলে একপ্রস্থ বৈঠক ৷ বৈঠকে ছিলেন শচিন পাইলটও ৷ রুদ্ধদ্বার এই বৈঠকের পর জানিয়ে দেওয়া হয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির পূর্ব নির্ধারিত বৈঠক এদিন হচ্ছে না ৷ ফলে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উত্তরসূরী খোঁজার কোনও প্রয়োজন নেই ৷ কংগ্রেস সভাপতি পদে বহাল থাকছেন রাহুল গান্ধীই ৷

এদিন এই বিষয়ে একটি ট্যুইট করে তামিল সুপারস্টার ও রাজনীতিবিদ রজনীকান্ত ৷ তিনি বলেন কংগ্রেস সভাপতির পদ থেকে যদি রাহুল গান্ধী সরে যান, তবে তা কংগ্রেসের জন্য আরও বড় বিপর্যয় হবে ৷ ভারতের মত গণতান্ত্রিক দেশে শক্তিশালী বিরোধীদের থাকা খুব গুরুত্বপূর্ণ ৷

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলের পর দলের বিপর্যয়ের দায়িত্ব নিজের ঘাড়েই নিচ্ছেন কংগ্রেস সভাপতি ৷ ফলে পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি ৷ তবে সব জল্পনার অবসান ৷ কংগ্রেস সভাপতি থাকছেন রাহুলই ৷ তাঁর নেতৃত্বেই ফের ঘুরে দাঁড়াবার লড়াই শুরু করবে হাত শিবির ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*