মঙ্গলবার দীনদয়াল মার্গে বিজেপির সদর দফতরে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। সেই সঙ্গে বিজেপিতে যোগ দিলেন বাংলার আরও দুই বিধায়ক। বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ও হেমতাবাদের সিপিএম বিধায়ক দেবেন্দ্রনাথ রায়। এছাড়াও কাঁচড়াপাড়া, হালিশহর ও নৈহাটির বহু তৃণমূল কাউন্সিলর এদিন আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন। এদের মধ্যে হালিশহরের ১৮ জন কাউন্সিলর, নৈহাটির ১৭ জন আর কাঁচড়াপাড়ার ১৪ জন কাউন্সিলর রয়েছেন।
তবে এই দলবদলের ঘটনাকে তৃণমূল অবশ্য প্রকাশ্যে গুরুত্ব দিতে নারাজ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ঝড়ের মুখে জাহাজ টলমল করলে সবথেকে আগে ঝাঁপ মারে ইঁদুররা ৷ কিন্তু তারা বুঝতে পারে না কোথায় ঝাঁপ মারছে ৷ ফলে যা পরিণতি হওয়ার তাই হয় ৷ কয়েকটা সিট একটা রাজনৈতিক দল পেয়েছে ৷ তাতে ঘাবড়ে গিয়ে পালিয়ে যাচ্ছে ৷ চাপের মুখে যারা মাথা নত করে পালিয়ে যাচ্ছে তারা আদর্শের রাজনীতি করে না ৷ আদর্শের রাজনীতি যারা করবে তারা আন্দোলন করে তার বিরুদ্ধে লড়াই করবে ৷ যারা দল বদল করছে তারা কোনও না কোনও চাপের মুখেই তা করছে ৷ মুকুল রায়ও চাপের মুখে পড়েই পার্টি ছেড়েছিলেন।
কী বললেন তিনি? শুনুন!
Be the first to comment