৩০ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ মমতার রওনা হওয়ার কথা। কিন্তু বুধবার টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি যাচ্ছেন না। এর কারন হিসাবে তিনি বলেছেন, শপথ গ্রহণ অনুষ্ঠান হল গণতন্ত্রের উদযাপন। সেখানে বিজেপির পক্ষ থেকে ৫৪ জন ‘রাজনৈতিক সংঘর্ষে’ মৃত মানুষের পরিবারকে নিয়ে যাওয়া হচ্ছিল।
মুখ্যমন্ত্রী তাঁর টুইটে বলেছেন এটা সম্পূর্ণ অসত্য। এটা একটা সাংবিধানিক নিমন্ত্রণ ছিল এবং আমি তা রক্ষা করতে চেয়েছিলাম। রাজনৈতিক হিংসায় এই রাজ্যে কারও মৃত্যু হয় নি। তাই দুঃখিত নরেন্দ্র মোদীজি এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছি না।
Be the first to comment