বুধবার CGO কমপ্লেক্সে হাজিরা দিতে গেলেন অর্ণব ঘোষ। এদিন সকাল দশটা নাগাদ তিনি CGO কমপ্লেক্সে যান তিনি। সারদা কেলেঙ্কারির তদন্তে গঠিত SIT-এর সদস্য ছিলেন অর্ণব। সেই সময় অর্ণব ঘোষ ছিলেন বিধাননগরের DCDD।
উল্লেখ্য, ২০১২-১৩ সালে সারদা-রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসে । তদন্তের জন্য SIT গঠন করে রাজ্য সরকার । নেতৃত্বে ছিলেন রাজীব কুমার । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ডের তদন্তভার হাতে নেয় CBI। রাজীব কুমারের সঙ্গেই CBI-এর নজরে ছিলেন অর্ণব ঘোষও।
অন্যদিকে, আজই CGO কমপ্লেক্সে হাজিরা দিলেন ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার তৎকালীন সাব ইন্সপেক্টর আর আই মোল্লা । তাঁকে সারদা মামলায় তলব করেছিল সিবিআই। সারদা মামলার তদন্তকারী অফিসার ছিলেন তিনি ।
Be the first to comment