রবার্টকে জেরা করার জন্য আবারও ডেকে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উল্লেখ্য, জমি কেলেঙ্কারি ও বেআইনি সম্পত্তি মামলায় এর আগে রবার্ট বঢড়াকে ৯ বার জেরা করেছে ইডি। অভিযোগ, দিল্লি ও আশপাশের রাজ্যে বেআইনি ভাবে জমি কিনেছেন রবার্ট। সেই সঙ্গে ইউপিএ জমানায় লন্ডন ও দুবাইতে বেআইনি ভাবে প্রচুর সম্পত্তি করেছেন তিনি।
ইডি সূত্রের দাবি, নিজের নামে বা বেনামে এক কোটি কুড়ি লক্ষ পাউন্ড দিয়ে অন্তত ৯ টি সম্পত্তি কিনেছেন রবার্ট। এই অবস্থায় সমূহ গ্রেফতারের আশঙ্কা করে গত এপ্রিলে নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন রবার্ট বঢড়া। তা মঞ্জুরও হয়ে যায়। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছে সিবিআই। ওই মামলায় জুলাই মাসের মধ্যে জবাব দেওয়ার জন্য রবার্টকে নোটিস পাঠিয়েছে উচ্চ আদালত। তবে ইডি সূত্রের দাবি, এরই মধ্যে রবার্টের বিরুদ্ধে নতুন কিছু সাক্ষ্য প্রমাণ তাদের হাতে এসেছে। সে ব্যাপারেই রবার্টকে জেরা করতে চায় তারা।
Be the first to comment