উত্তরবঙ্গের ৩ জেলা সহ উত্তর ২৪ পরগণায় বদল হলো জেলাশাসক; দেখে নিন একনজরে

Spread the love

মাসানুর রহমান,

আবারও প্রশাসনিক স্তরে একাধিক বদল রাজ্য সরকারের। জেলাশাসক এবং সচিব পর্যায়ে রদবদলের পাশাপাশি এডিজি (আইনশৃঙ্খলা) পদেও পরিবর্তন করা হয়েছে। গত সোমবার হাওড়া, হুগলি, নদিয়া বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জেলায় জেলাশাসকের পদে বদল আনা হয়। আজও উত্তরবঙ্গের দার্জিলিং-সহ চার জেলায়  জেলাশাসকের পদে পরিবর্তন আনা হয়েছে। এ পরিবর্তনের কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আসুন দেখে নিই একনজরে উচ্চপদস্থ কিছু অফিসার কে কোথায় বদলি হলো…..
দার্জিলিংয়ের বর্তমান জেলাশাসক জয়শী দাসগুপ্তের জায়গায় জেলাশাসকের পদে বসানো হচ্ছে কেএমডিএ-র বর্তমান সিইও সঞ্জয় বনশলকে। জয়শী দাসগুপ্ত হচ্ছেন খাদ্য দফতরের যুগ্ম সচিব। অন্যদিকে কেএমডিএ-র সেই শূন্য পদে বসানো হচ্ছে উত্তর ২৪ পরগনার বর্তমান জেলাশাসক অন্তরা আচার্যকে। জলপাইগুড়ির জেলাশাসক শিল্পা গৌরিসারিয়া হচ্ছেন অর্থ দফতরের যুগ্ম সচিব।  দুর্গাপুরের স্পেশাল কমিশনার (জিএসটি) সুরেন্দ্র কুমার মীনাকে বসানো হচ্ছে আলিপুরদুয়ারের জেলাশাসকের পদে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*